২শ পরিবারের মুখে হাসি ফোঁটালেন তরুণ ব্যবসায়ী. মঈন

২শ পরিবারের মুখে হাসি ফোঁটালেন তরুণ ব্যবসায়ী. মঈন

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা গরিব-অসহায় মাঝে নিজ অর্থায়নে ঈদ বস্ত্র – নগদ অর্থসহ (শাড়ী-পাঞ্জাবি-লুঙ্গি-থ্রি-পিস) ও সেমাই, চিনি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে নিজ উদ্যোগে কুমারখালী-খোকসা সাবেক ছাত্রনেতা এস এম মঈন বস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সদকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুমারখালী থানা বিএনপি’র সহ-সভাপতি লুৎফর রহমান, সদকী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, কুমারখালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাইদুজ্জামান (সজল), সদকী ইউনিয়নের ছাত্রনেতা মিরাজুল, রাকিব, জীবন হোসেন, শামীম, রানা, সাইফুজ্জামান (স্বপন), সাগর, আবু দাউদ, আজমত, বাদশা, রাজু, সদকী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মিঠু হোসেন, আকাশ, পাশা, আশিক, যুবনেতা পলাশ, কুমারখালী কলেজ ছাত্র নেতা আব্দুল লতিফসহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে এস এম মঈন বলেন, সারাবিশ্ব করোনায় বিপর্যস্ত, আমরাও তার বাইরে নই। জীবনের চেয়ে বড় মূল্যবান কিছু নেই, একই সঙ্গে জীবিকাও গুরুত্বপূর্ণ। যারা দিন আনে দিন খায়। তাদের পাশে আমি ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *