সারা দেশে সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির লটারি ২৮ নভেম্বর

সারা দেশে সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির লটারি ২৮ নভেম্বর

 নিজস্ব প্রতিবেদক:  সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তিতে অনলাইন আবেদনের সময়সীমা শেষ হয়েছে। আনুষ্ঠনিকভাবে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে তালিকা তৈরি ও প্রকাশে ডিজিটাল লটারি অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে ‘ডিজিটাল লটারি আয়োজন’ সংক্রান্ত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষে সব সরকারি এবং মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ নভেম্বর সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল লটারির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষাসচিব সোলেমান খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

জানা গেছে, এ বছর সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১১ লাখ ২২ হাজার ৯৪টি ফাঁকা আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির আবেদন পড়েছে ৮ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী।

এর মধ্যে সরকারি স্কুলের ১ লাখ ১৮ হাজার ১০১ টি ফাঁকা আসনের জন্য আবেদন করেছে ৫ লাখ ৬৩ হাজার ১৩ জন। অন্যদিকে বেসরকারি ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসনের জন্য আবেদন করেছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *