শ্রীবরদীতে বিশ্ব হাতি দিবস পালিত||সত্যবয়ান

শ্রীবরদীতে বিশ্ব হাতি দিবস পালিত||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা|| শ্রীবরদীতে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষ বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১২ আগস্ট শুক্রবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগ, বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে বালিজুরী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিএম শহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, সিংগারুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান কালু প্রমুখ।

বক্তরা বলেন, হাতি জাতীয় সম্পদ। আমাদের সকলকেই হাতি রক্ষা করতে হবে। বর্তমান সরকার হাতি রক্ষার জন্য বন বিভাগে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। যার কারণে বর্তমানে বন এখন প্রাকৃতিক পরিবেশে ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *