শেষের কালে শেখ ফয়জুর রহমান

শেষের কালে শেখ ফয়জুর রহমান

আজ যেই ফুল ঝরে আমার হাতে –
তোর হৃদে ব্যাথা নেই কারণে তাতে ।
দুখে দুখে যাক প্রাণ
হাসি সব হোক ম্লান ,
ভুলে নদী কলতান –
কষ্টে মাতে ,
এই বুকে বাণ ছুঁড় পাষাণী হাতে !

শ্বাস যাই রোধ হবে যমের করে ,
পাপ আর দিস নারে দেহটা ধরে ।
গলা হোক মরুভূমি
রোদ আর কাঁটা চুমি ,
সাড়ে তিন হাত ভূমি
বদ্ধ ঘরে –
আমাকে রাখবে ওরা যতন করে ।

শিউলি , শিমুল ফুল ফাগুন কালে
ঝরবে গোরের পরে আমার – তালে ।
উঠবে সবুজ ঘাস ,
ছাড়বে ফড়িং শ্বাস ,
যদিও দেখতে চাস
আমি কি হালে –
আসবি না আসবি না শেষের কালে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *