শেরপুর মুক্ত দিবসে পৌরসভার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-সত্যবয়ান

শেরপুর মুক্ত দিবসে পৌরসভার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-সত্যবয়ান

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৭ ডিসেম্বর এদিন শেরপুর পাক হানাদার মুক্ত হয়। এদিনটিকে স্মরণ রাখতে
শেরপুর পৌরসভার আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেরপুর পৌরসভার মুক্ত মঞ্চ চারু ভবন প্রাঙ্গনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

শেরপুর মুক্ত দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্যানেল মেয়র -১ মো. নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম হিরো প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
উল্লেখ্য -১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রুমুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *