ত্রিপুরা কন্যা সুমিতা বর্মন||সত্যবয়ান

ত্রিপুরা কন্যা সুমিতা বর্মন||সত্যবয়ান

রফিক মজিদ|| রাকিব, মাহবুব ও সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু তাদের বিশ্ববিদ্যালয়ের এক ছুটিতে ভারতের ত্রিপুরা ভ্রমণে যায় পুর্ব পরিকল্পনা অনুযায়ী। সেখানে গিয়ে একদিন তারা এক সপিং মলে যায় কেনাকাটা করতে। সেই সপিং মলের ত্রিপুরা কন্যা সুমিতা বর্মন নামে এক সেলস ম্যানের আচার-আচরণে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায় সুমন। সপিং মলে সুমন কেবল তার ছোট বোনের জন্য একটি ড্রেস কেনার জন্য ঢুকলেও ওই ত্রিপুরা কন্যার টানা টানা চোখ, বাঁকা ঠোটের হাসি, মঙ্গলীয় গোত্রের চ্যাপ্টা নাক আর রাঙা হাতের বাচনভঙ্গিতে দেওয়ানা হয়ে যায়। সুমিতা বর্মণ সেখানে টুয়েল্ব ক্লাসে পড়ে। আমাদের এখানে এইচএসসি দ্বিতীয় বর্ষ। অর্থের অভাবে সে পারটাইম কাজ করে ওই সপিং মলে। মাত্র কয়েক মিনিটের মধ্যে সুমন সুমিতার প্রতি এতোটাই আকৃষ্ট হয়ে পড়ে যে একটা-দুইটা করে তার কেনাকাটার তালিকা বৃদ্ধি করার এক পর্যায়ে তার নগদ টাকা শেষ হয়ে যায়। পরে তার ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে বাধ্য হয়। এসময় সুমনের অন্য বন্ধু সাথিরা বিষয়টা বুঝতে পেয়ে তাকে সেই সপিং মল থেকে কৌশলে বের করে নিয়ে হোটেলে চলে আসে। কিন্তু সুমনের চোখে আর হৃদয় জুড়ে শুধুই সুমিতা। সুমিতার মুখের ভুবন জয়ী হাসিটা এক মুহুর্তের জন্য ভুলতে পারছে না সুমন। এছাড়া সুমিতা শুরুতেই আন্তরিকতা দেখিয়ে তুমি বলে সম্বোধন করায় সুমন আরো আবেগি হয়ে পড়ে। রাতে হোটেলের সবাই ঘুমিয়ে পড়লেও সুমন ঘুমোতে পারে না। বার বার সুমিতার নজরকারা টানা টানা চোখের চাহনি আর বাঁকা ঠোটের হাসি যেন হৃদয়ে তীর মারে সুমনের। এসব কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ে তা বুঝতে পারেনি সুমন। ঘুম থেকে উঠে সবাই ঘুরতে বাইরে চলে গেলেও সুমন শরীর খারাপের কথা বলে বাইরে না গিয়ে বিছানায় শুয়ে শুয়ে সুমিতার কথা ভাবতে থাকে। সেইসাথে তার মোবাইলে ভারতীয় সিম কিনে সেই সিমে এফবি চালাতে আর সুমিতার কথা ভাবতে ভাবতে কখন যে দুপুর গড়িয়ে যায় তা বুঝতে পারেনি। সুমিতার ফোন নাম্বার বা এফবি এড্রেসটা পেলেও তো কথা বলা যেতো। মনে মনে ভাবছে আর আফসোস করছে সুমন। এভাবেই ভাবতে ভাবতে এক পর্যায় বেলা ৩ টা বেঁজে যায়। দুপুরে খাওয়া হয়নি তার। খুব খিদে পেয়েছে। গোছল ছেড়ে বাইরে বের হয় দুপুরের খাওয়ার জন্য। অন্য বন্ধুরা আগেই বলে গেছে সন্ধ্যার আগে ফিরবে না তারা। তাই সুমন একা একাই দুপুরের খাবার খেয়ে সবেমাত্র হোটেলের রুমে ঢুকে, ঠিক তখনই ভারতীয় নাম্বার থেকে একটি ফোন আসে তার মোবাইলে। ও প্রান্তে থেকে ভেসে আসে, ‘হ্যালো দাদা কেমন আছো। আমি সুমিতা। কাল আমার সপিং মলে আসছিলে তোমরা তিন জন। ক্যাশ কাউন্টারে বিল ভাউচারে ব্যবহার করা তোমার মোবাইল নাম্বার নিয়ে ফোন করলাম। আজ আমার অফ ডে আছে। তাই ফ্রি আছি। তোমাদের তো কাল কিছু খাওয়াতে পারিনি। আজ বিকেল ৪ টায় রবীন্দ্র কানন পার্কে আসলে আমি ফুচকা-কফি খাওয়াবো। তোমার কথা-বার্তা আর তোমাকে আমার খুবই ভালো লেগেছে, তাই শুধু তুমি একাই আসবে এখানে। না চিনলে যে কোন অটোকে বলবে চিনিয়ে নিয়ে আসবে। বাই।’ একথা বলেই ফোন কেটে দেয় সুমিতা। এদিকে সুমন সুমিতার ফোন পেয়ে যেনো আসমানের চাঁদ হাতে পেয়ে যায়। খুশিতে আত্মহারা হয়ে পড়ে। দ্রæত রেডি হয়ে ৪ টা চাঁজার ১০ মিনিট আগেই পৌঁছে যায় রবীন্দ্র কানন পার্কে। পার্কের টিকিট কেটে একটি গাছের নীচের বেঞ্চে বসে সুমিতাকে ফোন দেয় সুমন। সুমিতা জানায়, ২ মিনিটের মধ্যে পৌঁছে যাবে। সুমন যেন আনন্দ আর ধরে রাখতে পারছে না। এ যেনো মেঘ না চাইতেই বৃষ্টি। দুই মিনিটের মধ্যে পৌঁছে যায় সুমিতা। সুমিতা পার্কে পৌঁছেই সুমনের হাত টেনে ধরে নিয়ে যায় পার্কের ভিতর এক ফাস্ট ফুডের দোকানে। সেখানে গিয়ে জানতে চায় কী খাবে। সুমন বলে শুধু কফি। কেবলই ভাত খেয়েছি। কথা মতো কাজ। দু’জনে দুটি কফি নিয়ে পার্কের এক কোনার বেঞ্চের মধ্যে গিয়ে বসে। কফির গøাসে চুমুক দেয়ার ফাঁকে ফাঁকে দু’জনের মধ্যে চোখের প্রেমটা কমপ্লিট হয়ে যায়। দু’জনের মধ্যে অব্যক্ত কথাও বুঝে ফেলে দু’জনে। সুমিতা এসময় কোন রকম ভনিতা না করে বলা শুরু করে, ‘তোমাকে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে তোমার কথা-বার্তা আর আন্তরিকতা। কিন্তু তুমি বাংলাদেশী আর আমি ভারতীয়। এছাড়া তুমি মুসলিম আর আমি সনাতনি হিন্দু ধর্মে বিশ্বাসী। তাই আমাদের মিলন খুবই কঠিন। আমাকে আর তোমাকে দু’জনকেই ছাড়তে হবে জাত-ধর্ম। যা আমি এই মুহূর্তে পারবো না। এছাড়া তোমার সাথে তোমার দেশেও যেতে পারবো না আমি। তাই সরাসরি কথাগুলো বলার জন্য তোমাকে এখানে ডাকা। আমি আপাতত ভাবছি, তোমার জীবন সঙ্গী না হতে পারলেও তোমার সাথে আমার বন্ধুত্বটা রাখতে চাই। এখন তোমার কী কিছু বলার আছে ? থাকলে বলো।’ কথা গুলো একটানা বলে সুমিতা তার কথা শেষ করলো। এদিকে সুমন সুমিতাকে আপন করে পেতে যেকোন ছাড় দিতে রাজি হয়ে যায়। শুধু ৪/৫ টা বছরের অপেক্ষা করার জন্য অনুরোধ করে সুমিতাকে। এক পর্যায়ে সুমিতাও রাজি হয়। সেই সাথে দু’জন দু’জনের এফবি আইডি নিয়ে পার্ক থেকে বিদায় নেয়।
পরদিন সকালে তারা ঢাকায় ফিরে আসে। সুমন যখন বর্ডারে পাসপোর্ট নিয়ে বিএসএফ-বিজিবি, কাস্টমস, ইমিগ্রেশনে সিল-ছাপ্পরের কাজ করছিলো তখন সেই সিল-ছাপ্পর যেনো সুমনের বুকের ভিতর পড়ছিলো। তখন তার কাছে মনে হয়েছিলো সে যেন ত্রিপুরায় তার হৃদয় ছিড়ে রেখে যাচ্ছে। তাই সে ঢাবিতে ফিরে আবারও মনোযোগী হয় তার পড়াশোনায়। তাকে ভালো একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপর ত্রিপুরা কন্যা সুমিতাকে তার সে শক্তি দিয়ে তার কাছে নিয়ে আসবে। এভাবেই দিন গড়ায় আর মাস পেরোয়, একই সাথে চলে এফবিতে ত্রিপুরা কন্যা সুমিতা বর্মনের সাথে সুমনের প্রণয় চেটিং। সুমনের বইয়ের পাতা উল্টায় আর সুমিতার প্রতিচ্ছবি ভেসে উঠে। পড়াশোনায় বদলে যায় সুমন। তার হৃদয় জুড়ে শুধু সুমিতা আর বই। এর মাঝে ভিন্ন দেশ ও ভিন্ন ধর্ম নিয়ে সুমন তুচ্ছ মনে করে তার স্বপ্নে বিভোর হয়ে থাকে। আর দিনক্ষণ গুনতে থাকে, কবে সে তার মাস্টার্স শেষ করে বিসিএস দিয়ে ভালো একটি চাকুরি পাবে। এরপর ছুটে যাবে তার স্বপ্নের ত্রিপুরা কন্যা সুমিতার কাছে।
লেখক. আ. রফিক মজিদ। সাংবাদিক ও কবি শেরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *