শেরপুরে পাক হানাদার মুক্ত দিবসে র্যালী ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ- সত্যবয়ান

শেরপুরে পাক হানাদার মুক্ত দিবসে র্যালী ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ- সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৭ ডিসেম্বর এদিন শেরপুর পাক হানাদার মুক্ত হয়। এদিনটিকে স্মরণ রাখতে জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর নেতৃত্বে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবলিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এ.এস.এম নুরুল ইসলাম হিরো, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা কমান্ড সাবেক কমান্ডার ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোখলেসুর রহমান আকন্দ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এ.এস.এম নুরুল ইসলাম হিরো, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর চত্বরে ৭ ডিসেম্বর শেরপুর হানাদারমুক্ত দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশ বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক শ্বেত কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। পরে জাতীয় সংগীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ এবং মুক্তিযোদ্ধাগণ।

জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নুরুল ইসলাম হিরো, মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মোখলেসুর রহমান আকন্দ।

এসময় বক্তাগণ ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলাকালীন শেরপুরে পাক হানাদারদের হত্যাযজ্ঞ ঘটনাবলী নিয়ে এবং পরবর্তী ৭ ডিসেম্বর শেরপুর পাক হানাদার মুক্ত দিবসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এসময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *