শেরপুর জেলা ফুটবল লীগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হলো রাইজিং স্পোর্টিং ক্লাব-সত্যবয়ান

শেরপুর জেলা ফুটবল লীগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হলো রাইজিং স্পোর্টিং ক্লাব-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার:শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে রাইজিং স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব রানারআপ হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৬ নবেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত জেলা লীগের ফাইনালে রাইজিং স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা লাভ করেছে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য অমিমাংসিত ছিলো। এনিয়ে পর পর ৩ বার শিরোপা লাভ করে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রাইজিং স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলাটি আক্রমণ, পাল্টা আক্রমণে জমজমাট হলেও দুই দলের ফরোয়ার্ডদের একাধিক নিশ্চিত সুযোগ মিসের মহড়ায় গোলশুন্যভাবে খেলাটি শেষ হয়। পরে টাইব্রেকারে ৫ শটের ২টি মোহাম্মদ আলী এবং ১টি রাইজিং ক্লাবের খেলোয়াড়রা মিস করলে ৪-৩ গোলের জয়ে বিজয়োল্লাসে মেতে ওঠে রাইজিং ক্লাবের খেলোয়াড়রা। খেলা শেষে স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক এমপি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি ছাড়াও রাইজিং ক্লাব নগদ ১৫ হাজার টাকা এবং রানারআপ দল মোহাম্মদ আলী ট্রফি ও নগদ ১০ হজার টাকা প্রাইজমানি লাভ করে। এছাড়া লীগের সেরা খেলোয়াড় রাইজিং ক্লাবের অ্যাটাকিং মিডফিল্ডার কাওছার আহমেদ ফেরেদৗসকে ট্রফি ও নগদ ২ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। লীগের ফেয়ার ট্রফি লাভ করে আদিবাসী ক্লাব ঝিনাইগাতী। এছাড়া সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রংধনু ডিজিটাল পয়েন্ট ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সৌজন্যে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাবের আজিজুল হক সেরা গোলরক্ষক, লীগে হ্যাট্রিক সহ ৫ গোল করায় একই ক্লাবের ফরোয়ার্ড শামীম শাহেদ সর্বোচ্চ গোলদাতা এবং রাইজিং ক্লাবের মিডফিল্ডার রাশেদুল ইসলাম জিহান ম্যান অব দি ফাইনাল পুরষ্কার লাভ করেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের এবারের খেলায় জেলার ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রæপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্ব›িদ্বতা করে। জেএন্ডএস গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল এবারের লীগের টাইটেল স্পন্সর এবং জেলা ক্রীড়া সংস্থা কো-স্পন্সর ছাড়াও এসএসসি-৯৫ ফাউন্ডেশন প্রতিটি দলের জার্সি স্পন্সর করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *