শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১ জানুয়ারী থেকে শুরু

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১ জানুয়ারী থেকে শুরু

স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলার ফুটবল খেলোয়াড় সৃষ্টির লক্ষে বছরব্যাপী তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১ জানুয়ারী ২০২১ হতে শুরু হবে। দু’টি গ্রুপ করে এ প্রশিক্ষণ দেয়া হবে। ১০ বছর হতে ১২ বৎসর বয়সী খেলোয়াড়দের নিয়ে একটি গ্রুপ এবং ১৩ বছর হতে ১৬ বৎসর বয়সীদের নিয়ে আরেকটি গ্রুপ করে প্রশিক্ষণ দেয়া হবে। শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানিয়েছেন, প্রশিক্ষণার্থীদের কোন অর্থ প্রদান করতে হবে না। তারা শুধু খেলোয়াড়ী পোষাক নিয়ে আসবে। প্রশিক্ষকের সন্মানী এবং আনুসাঙ্গিক সকল কিছুর খরচ এসোসিয়েশন বহন করবে। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এএফসি লাইসেন্সধারী কোচ সাধন বসাক এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এএফসি ( ডি) লাইসেন্সধারী কোচ গোলাম শাহরিয়ার রবীন। মানিক দত্ত আরো জানান কোচদের সাথে ইতোমধ্যে কথা চূড়ান্ত হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সপ্তাহে ৫ দিন প্রশিক্ষণ দেয়া হবে, প্রশিক্ষণ বছরব্যাপী হবে। আগ্রহী অভিভাবক অথবা খেলোয়াড় নিজে যোগাযোগ করতে পারেন। প্রধান কোচ( সাধন বসাক) মোবাইল ফোন নাম্বার ০১৭১৮৭৮৭৭৩৩ এবং সহকারী কোচ ( রবীন) মোবাইল ফোন নাম্বার ০১৭১১৭০৭০৮৮ – যোগাযোগ করার জন্য ডিএফএ সভাপতি মানিক দত্ত অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *