শেরপুরে সাংবাদিক আলিমের মাতৃবিয়োগ ॥সত্যবয়ান

শেরপুরে সাংবাদিক আলিমের মাতৃবিয়োগ ॥সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর প্রেসক্লাবের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন আমিনের মা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের স্ত্রী লাইলী বেগম (৫৮) আর নেই।

তিনি ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে শহরের খরমপুরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃ.রাজিউন)। মৃত্যুকালে তিনি, স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। একইদিন বাদ আছর স্থানীয় ডা. সেকান্দর আলী কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, মরহুমার বড়ভাই জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কমল উদ্দিন কমল ও মরহুমার ছেলে আল আমিন আলিম।

জানাজায় সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহিদুল ইসলাম জিহাদ ও বায়েযীদ হাছানসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন।

এদিকে তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *