শেরপুরে সমাজহিতৈষী প্রকৌশলী মনোরঞ্জন দে’র স্মরণসভা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে সমাজহিতৈষী প্রকৌশলী মনোরঞ্জন দে’র স্মরণসভা অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার || শেরপুরে বিশিষ্ট সমাজহিতৈষী, মুক্তিযুদ্ধের সুহৃদ, অসাম্প্রদায়িক চেতনার সজ্জন বিএডিসির প্রয়াত প্রকৌশলী মনোরঞ্জন দে’র প্রথম মৃতুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ। ২৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট সভাকক্ষে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রকৌশলী মনোরঞ্জন দে’র জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করে বক্তারা বলেন, তঁর মতো প্রগতিশীল, সাহসী, অসাম্প্রদায়িক মানুষের আজ বড় বেশী প্রয়োজন। মুক্তিযুদ্ধের সময় ভারতের ঢালুতে অবস্থানকালে তিঁনি শেরপুরের তখনকার ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাটের ম্যাপিং করে মুক্তিযোদ্ধাদের অপারশনে সহায়তা করেছেন। শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে ঘুরে সবার খেঁাজখর নিয়েছেন। নেতাদের নিকট সেই বার্তা পেঁৗছে দিয়েছেন। চাইলে তিঁনি মুক্তিযোদ্ধার সনদ নিতে পারতেন, কিন্তু তথাকথিত মুক্তিযোদ্ধাদের মতো তিঁনি কখনও আত্মসম্মান বিসর্জন দেননি। যুদ্ধাপরাধি আলবদর কমান্ডার কামারুজ্জামানের বিচারে সাক্ষী যোগাড়ে তিনি সহযোগিতা করেছেন। তার ফলে শেরপুর জেলা কলঙ্কমুক্ত হয়েছে। বক্তারা বলেন, তঁার পরিবার চিলো একটি সাংস্কৃতিক পরিবার। ছাত্রাবস্থায় তিঁনি নাটক করেছেন, প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। চাকুরী জীবনে তিঁনি সততা ও ন্যয়নিষ্টার সাথে কর্ম সম্পাদন করেছেন। তিঁনি একন সংগঠক ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিঁনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
স্মরণসভায় সভাকক্ষ পরিচালনের সভাপতি সাংবাদিক সুশীল মালাকার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক প্রকৌশলী শুজিত নিয়োগী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের কম্পানী কমান্ডার গোলাম মওলা, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, আবুল হাশেম, প্রয়াত মনোরঞ্জন দে’র ছেলে রাজীব দে, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া শিবু, সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ তপন সারোয়ার, মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়াও নারীনেত্রী আঞ্জুমান আরা যুথী, আইরীন পারভীন, রাজনীতিক সোলায়মান আহমেদ, আসম নয়ন, হারান চন্দ্র সাহা, শিক্ষক সাখাওয়াত হোসেন, আবুল কালাম আজাদ, এসএম আবু হান্নান, সাংবাদিক হাকিম বাবুল সহকর্মী বিল্লাল হোসেন, রিক্সাচালক আ্ব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রয়াত মনোরঞ্জন দে’র পরিবারের সদস্যরা ছাড়াও, রাজনীতিক, শিক্ষাবিদ, সমাজকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মনোরঞ্জন দে’র বিদেহী আত্মার স্মরণে এক মিনিট দঁাড়িয়ে নীরবতা পালন করা হয়। শেরপুর শহরের শিববাড়ী মহল্লার বাসিন্দা প্রকৌশলী মনোরঞ্জন দে ১৯৪৪ সালের ১০ নবেম্বর জন্মগ্রহণ করেন এবং ২৯২১ সালের২৯ আগস্ট আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *