শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ-সত্যবয়ান

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এ.এস.এম নুরুল ইসলাম হিরোসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট দাঁড়িয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ এবং মুক্তিযোদ্ধাগণ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সিভিল সার্জন ডাঃ আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এ.এস.এম নুরুল ইসলাম হিরো, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা কমান্ড সাবেক কমান্ডার এডভোকেট মোঃ মোখলেসুর রহমান আকন্দ, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ প্রহরের এই দিনে আলবদর, আলসামস, রাজাকার ও এদেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ১৪ ডিসেম্বর নৃশংসভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের বিজয় বুঝতে পেরেই তারা দেশকে পিছিয়ে দিতেই মেধা শূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মূলত পাকিস্তানি হানাদার বাহিনী এদেশেীয় দোসরদের সহযোগিতায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত থেকেই শিক্ষক, সাংবাদিক, সাহিত্যক, চিকিৎসক, ছাত্রসহ নিরহী মানুষকে পরিকল্পিতভাবে হত্যা শুরু করে। তাই জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতেই সারাদেশের মত শেরপুরে জেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন দিনটি পালন করে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ডিএম সাদিক আল শাফিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ রেজাউল হক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যানবাহন পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *