শেরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয় যৌথ মাদক বিরোধী অভিযোন চালিয়ে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ভিতর পিছন পাশে বসে মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে ওই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর মহল্লার মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম (২২) কে গাঁজা সেবনের দায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পঞ্চাশ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই মহল্লার মোঃ আয়ুব আলীর ছেলে মোঃ জনি (২০) কে গাঁজা সেবনের দায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পঞ্চাশ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দক্ষিণ নবীনগর মহল্লার মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ সজিব (২৪) কে ইয়াবা সেবনের দায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পঞ্চাশ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়াও শেরপুর সদর উপজেলার রৌহা খুনুয়া গ্রামের মোঃ আব্বাছ আলীর ছেলে মোঃ তাইম আহম্মেদ (২৮) কে হেরোইন সেবনের দায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের পরিদর্শক ছিদ্দিকুর রহমান জানান, পৃথক পৃথকভাবে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *