শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবসে র‍্যালি আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবসে র‍্যালি আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||”পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই প্র‍তিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আলোচনা ও র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। আজ ১জুন বেলা ১২ টায় জেলা প্রাণীসম্পদের আয়োজনে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া। অনুষ্ঠানে চিত্র‍াংকন, কুইজ ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হয়। আলোচনা সভার আগে জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রেনিং অফিসার ডা. রেজওয়ানুল হক ভূইয়া,কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. মো. আব্দুল আহাদ, শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি, নালিতাবাড়ী উপজেলা কর্মকর্তা মতিউর রহমান, খামারিদের পক্ষে তামজিদ হাসান,জিএম হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *