শেরপুরে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার-৩

শেরপুরে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার-৩

বুলবুল আহম্মেদ: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় তৈরি বিভিন্ন ব্যান্ডের ১ শত ২৬ বোতল মদসহ তিন জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে এ অভিযান চালানো হয়।

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণের ওসি আব্দুল কাদের এর নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই ইউসুফ আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) খাইরুল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আরিফল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আলমাছ আলী, কনস্টেবল সাজেদুল ইসলাম, শাহআলম, ও পারভেজ।

গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাট জেলার কচুয়া থানার গোপালপুর গ্রামের মো. জাহাঙ্গীর খান এর ছেলে রিপন খান (৩০) নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার আবরিজ মারাক এর ছেলে দিপ্ত চিচাং (২৫) একই এলাকার মৃত আচিমুদ্দিন এর ছেলে মো. উসমান মিয়া (৬৭)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার টাকা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের একটি মাদক বিরোধী অভিযানিক দল মধু টিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করছিলো। এরমধ্যে এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। পরে ঘটনাস্থলে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে তিনজনকে ১২৬ বোতল মদসহ হাতেনাতে আটক করে। এঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *