শেরপুরে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলার উদ্বোধন-সত্যবয়ান

শেরপুরে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলার উদ্বোধন-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি উদ্যান কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ৪ দিনব্যাপী “বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বইমেলার শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বইমেলার স্টল গুলো পরিদর্শন করেন।

পরে ডিসি উদ্যান চত্বর বিজয় মঞ্চে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ডি.এম. সাদিক আল শাফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থানায় আয়োজিত এ বই মেলায় মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। চার দিনব্যাপী বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বইয়র মোড়ক উন্মোচন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সকলের জন্য খোলা থাকবে। আগামী ২ জানুয়ারি বইমেলা শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *