শেরপুরে জনশুমারি ও গৃহগণনার উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে জনশুমারি ও গৃহগণনার উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’, এ স্লোগানকে সামনে রেখে জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন হয়েছে ।

এ উপলক্ষে বুধবার (১৫ জুন) সকাল ৯টায় শেরপুরের জেলা প্রশাসকের বাংলো থেকে এ গৃহগণনা শুরু করা হয়। এরপর সোয়া ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেলা আক্তার। পরে শোভাযাত্রাটি শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ করা হয়।

এ সময় শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবতোষ নিয়োগী, জেলা পরিসংখ্যাান অফিসের উপ-পরিচালক মুসফিকুর রহমান, ৩টি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও সামরিক প্রশিক্ষক মো. শাহিন মিয়া বিএসপিসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জনশুমারি গণনাকারীরা উপস্থিত ছিলেন।

এ গণনা কার্যক্রমে জেলার ৫ উপজেলার মোট ৩ হাজার ৬৭৫টি এলাকায় মোট ৬১৬ জন সুপারভাইজারের নেতৃত্বে মোট ৩ হাজার ৫৯১ জন গণনাকারী অংশ নিয়েছে। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *