শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাণনা

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাণনা

স্টাফ রিপোর্টার :পঁচিশে উচ্ছাস, লাল-সবুজে বিশ্বাস’-এমন শ্লোগানে ১ অক্টোবর রবিবার দুপুরে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো ও আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শেরপুরে। শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আখতারুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান শহীদকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উত্তরীয় পড়িয়ে সম্মাণনা জানানো হয়। উত্তরীয় পড়িয়ে দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল। পরে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রকৃতিপ্রেমি, যুবনেতা, উদ্যোক্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে পাতাবাহার খেলাঘর আসরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ যোদদান করেন। অনুষ্ঠানে আগতরা চ্যানেল আই’র সংবাদ সহ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মকান্ডের প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *