শেরপুরে ক্রীড়াবিদ/ক্রীড়া সেবীদের মাঝে অনুদানের চেক বিতরন করলেন ডিসি সাহেলা আক্তার

শেরপুরে ক্রীড়াবিদ/ক্রীড়া সেবীদের মাঝে অনুদানের চেক বিতরন করলেন ডিসি সাহেলা আক্তার

বুলবুল আহম্মেদ:যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে শেরপুরের ক্রীড়াবিদ /ক্রীড়া সেবীদের মাঝে করোনা কালীন বিশেষ অনুদানের চেক বিতরন করা হয়েছে। রোববার ২৬ ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ৭৯ জনের মাঝে ৫ হাজার টাকা হারে মোট ৩ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় তিনি বলেন, শাহাদাৎ বরনের মাত্র ৯ দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় দুস্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের কল্যানার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে শেরপুরের ৭৯ জন অস্বচ্ছল ক্রীড়াবিদ/ক্রীড়া সেবীদের মাঝে করোনাকালীন সময়ের অনুদানের চেক বিতরন করা হলো।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার ইউনুস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ সরকার, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানসহ জেলার ক্রীড়াবিদ/ক্রীড়া সেবীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *