শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।

পরিবেশ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক।
পরিদর্শক সুশীল কুমার দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মনিরুল হাসান,২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো: আনোয়ারুল কিবরিয়া, বাসস প্রতিনিধি সঞ্জিব চন্দ বিল্টু প্রমুখ বক্তব্য রাখেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, শব্দ দূষণের রোধে সচেতনতা সৃষ্টিতে সব বিভাগকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন তারা। এ ছাড়া বিভিন্ন সময় অভিযান পরিচালনা করার মাধ্যমে রাস্তায় শব্দ দূষণ রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে। শব্দ দূষণের ফলে মানুষের নানা শারীরিক ক্ষতি হচ্ছে, বিশেষ করে শ্রবণশক্তি নষ্ট হওয়ার পাশাপাশি উচ্চ শব্দে মানুষের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *