শেরপুরের ছড়াকার জাহাঙ্গীর ও নাযীফ এর বইয়ের মোড়ক উন্মোচন-সত্যবয়ান

শেরপুরের ছড়াকার জাহাঙ্গীর ও নাযীফ এর বইয়ের মোড়ক উন্মোচন-সত্যবয়ান

শেরপুর প্রতিনিধি : শেরপুরের দুই ছাড়াকার ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জাগাঙ্গীর আলমের লেখা ‘রূপসী ছাড়ার দেশে’ এবং সহ সাধারণ সম্পাদক নূরুর ইসলাম নাযীফের ‘অনবদ্য ছড়া পদ্য’ নামে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৭ ডিসেম্বর শুক্রবার রাতে ঢাকায় মালিবাগ কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত গাঙচিলের ১৪৪ তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে এ মোড়ক উন্মোচনের প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সুদ্ধতার কবি অসিম সাহা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিল প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্রকার খান আখতার হোসেন, কেন্দ্রীয় সভাপতি সাবেক সচিব মিজানুর রহমান, মহা সচিব বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ড. এম ইদ্রিস আলী, কেন্দ্রীয় আন্তর্জাতিক সমন্বয়ক ও চলচিত্র পরিচালক সোবহান আমীনসহ বিভিন্ন বিভাগ ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আমেরিকা, লন্ডন, দুবাই ও ভারত থেকে গাঙচিল শাখার নেতৃবৃন্দের মধ্যে বাচিক শিল্পী চিন্ময় রায় চৌধুরী, কন্ঠ শিল্পী কামাল সিরাজী, অঞ্জলি চৌধরী, প্রাবন্ধিক ব্যরিষ্টার শেখ আশিক, কবি ও ডিজাইনার আশানূর আইরিন, পন্ডিত মলয় চন্দন মুখোপাধ্যায়, আবদুল কাইয়ূম, পুষ্পিতা চট্টপাধ্যায়, পারুল কর্মকার প্রমূখ।
অনুষ্ঠানের আলোচনা, গুনিজন সংবর্ধনা, সাহিত্য সম্মাননা এবং অন্যান্য সম্মাননা ক্রেষ্ট প্রদানের ফাঁকে ফাঁকে চলে দেশি-বিদেশী কবি এবং শিল্পীদের আবৃত্তি, নাচ ও গান পরিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *