মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে শেরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-সত্যবয়ান

মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে শেরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা দুই সপ্তাহ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার প্রায় ৫শতাধিক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
গত ১৮ ডিসেম্বর শুরু হয়ে আজ ৩০ ডিসেম্বর রাতে ব্যাডমিন্টনের ফাইনাল খেলার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শেষ হয়।  

ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুর ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের করা হয়। জেলা প্রশাসক মো: মোমিনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।
পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *