মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে ‘যতদূর বাঙালি ততদূর জনকথ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিত-সত্যবয়ান

মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে ‘যতদূর বাঙালি ততদূর জনকথ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিত-সত্যবয়ান

স্টাফ রিপোটার:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষথ উপলক্ষে শেরপুরে ‘যতদূর বাঙালি ততদূর জনকথ নাটকটির উদ্বোধন ও মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় মঞ্চ নাটক প্রদর্শন কমসূচির আওতায় ওই নাটকটি মঞ্চস্থ হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে নাটকটির মঞ্চায়নের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া এবং পুলিশ সুপারপত্নী ও জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।

ওইসময় জেলা পুলিশ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ নাটকটির মঞ্চায়ন উপভোগ করেন।

উল্লেখ্য, ‘যতদূর বাঙালি ততদূর জনকথ নাটকটি লিখেছেন প্রদীপ দেওয়ানজী। নাটকটির নির্দেশনায় ছিলেন শাহীন রহমান। নাটকটির প্রযোজনায় ছিল শেরপুর জেলা শিল্পকলা একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *