বছরের শেষটা জয়েই রাঙাল জুভেন্টাস

বছরের শেষটা জয়েই রাঙাল জুভেন্টাস

খেলা ডেস্ক: বছরের শেষটা জয়েই রাঙাল জুভেন্টাস। ইতালিয়ান সিরি ‘এ’তে জোসে মরিনহোর রোমার বিপক্ষে পেয়েছে গুরুত্বপূর্ণ জয়। নিজ মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে সফরকারী দলটিকে। এসি মিলান একই ব্যবধানে হারিয়েছে সাসুউলোকে।

রোমাকে হারিয়ে উচ্ছ্বসিত জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে বলছিলেন, ‘খুব ভালো একটা ম্যাচ হলো। কারণ রোমার বিপক্ষে খেলাটা কখনো সহজ নয়। বিশেষ করে মরিনহো যখন থাকেন প্রতিপক্ষের বেঞ্চে।
তুরিনে দ্বিতীয়ার্ধের শুরুতে করা আদ্রিয়েন র‌্যাবিওটের গোলটিই গড়ে দেয় জুভেন্টাস-রোমা ম্যাচের ভাগ্য। দুসান ভ্লাহোভিচের ক্রসে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়েছেন ফরাসি তারকা। শেষ দিকে বল জালে জড়িয়েছিলেন ফেদেরিকো চিয়েসাও। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় তাঁর গোলটি। চলতি মৌসুমে শেষ দিকের ঝড়ে দারুণ কিছু প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে রোমা। কিন্তু জুভেন্টাসের বিপক্ষে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মরিনহোর শিষ্যরা।

জয়ের সুখস্মৃতি নিয়ে নতুন বছরে পদার্পণ করছে এসি মিলানও। সান সিরোয় সাসুউলোর বিপক্ষে ৫৯ মিনিটে করা ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলটি মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছে মিলানের ক্লাবটিকে। চলতি মৌসুমে ইতালিয়ান লিগে এটা তাঁর ষষ্ঠ গোল। আমেরিকার কোনো খেলোয়াড়ের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তাতে ভেঙেছেন পুলিসিচ।

রোমার বিপক্ষে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে পয়েন্ট পার্থক্য দুয়ে নামিয়ে এনেছে জুভেন্টাস। মৌসুমের ঠিক মাঝপথে অর্থাৎ ১৮ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৪৫ আর জুভেন্টাসের ৪৩। এসি মিলানের অর্জন ৩৬ পয়েন্ট। অন্যদিকে ২৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে জোসে মরিনহোর রোমা। ইএসপিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *