বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলায় শেরপুরকে হারিয়ে ফাইনালে টাঙ্গাইল-সত্যবয়ান

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলায় শেরপুরকে হারিয়ে ফাইনালে টাঙ্গাইল-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১ এর মেঘনা গ্রুপের শেরপুর ভেন্যুর খেলায় শেরপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলা দল। এতে চ্যাম্পিয়নশীপের মেঘনা গ্রুপের প্লেইড পর্বের ফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা দল। ১৩ ডিসেম্বর সোমবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ওই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
খেলার প্রথমার্ধে শেরপুর জেলা দল ও টাঙ্গাইল জেলা দল কেউই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ চালায় টাঙ্গাইল জেলা দল। পরে খেলার শেষ পর্যায়ে সৌরভের গোলে এগিয়ে যায় টাঙ্গাইল জেলা দল। পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলের জয় নিয়ে প্লেইড পর্বের ফাইনালে চলে যায় টাঙ্গাইল। আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে শেরপুর জেলা দল। ফুটবল খেলায় বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
এদিকে খেলা শেষে শেরপুর জেলা দলের স্ট্রাইকার মো. সোহেল ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেন। তাকে শেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২১ এর খেলায় মেঘনা অঞ্চলে শেরপুর, মানিকগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নেত্রকোনা সহ ৮টি জেলা দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *