বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের উদ্বোধন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের উদ্বোধন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর আয়োজনে ও স্পন্সর প্রতিষ্ঠান জেলা শহরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতালের সহযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল লীগ ১৬ অক্টোবর শনিবার বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সাধারণ সম্পাদক হাকিম বাবুল এর সঞ্চালনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের উদ্বোধনী খেলা শ্বেত পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে এসএসসি ৯৫ ফাউন্ডেশনের পক্ষ থেকে জার্সি ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর পক্ষ থেকে ফুটবল বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি মানিক দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, এসএসসি ৯৫ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মিজানুর রহমান।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর জেলা ফুটবল লীগের উদ্বোধনী খেলায় শেরপুর পৌরসভার গৃদ্দানারায়নপুর ব্যাপারীপাড়া মহল্লার রাইজিং স্পোটিং ক্লাব বনাম খোয়ারপাড় নওহাটা মহল্লার উত্তরা স্পোটিং ক্লাব খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। ৮০ মিনিটের খেলার প্রথমার্ধে রাইজিং স্পোটিং ক্লাব ৪ গোল করে এবং উত্তরা স্পোটিং ক্লাব ১ গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় রাইজিং স্পোটিং ক্লাব আরো ২ গোল করে ৬-১ গোলে উত্তরা স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
এসময় অন্যান্যদের মধ্যে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি, জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার আলহাজ্ব খোরশেদ আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, এসএসসি ৯৫ ফাউন্ডেশনের সদস্য শামীম সবুর, মোস্তাক আহমেদ, লুৎফর রহমান, ফুয়াদউল্লাহ্য, উদয় সরকার সহ খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়া মোদি অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *