প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তৃণমূল বিএনপির দুই শীর্ষ নেতা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তৃণমূল বিএনপির দুই শীর্ষ নেতা

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তৃণমূল বিএনপির দুই শীর্ষ নেতা। গতকাল রবিবার রাতে দলটির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। দুই ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে রাত ১০টার দিকে তাঁরা বেরিয়ে আসেন।

আজ সোমবার বিকেলে তৈমুর আলম খন্দকার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। আমরা তাঁর কাছে আমাদের চাহিদা জানিয়েছি। তবে আসন ভাগাভাগি বা এ সংক্রান্ত কিছু আলাপ হয়নি।’

বৈঠকের বিষয়ে এর বেশি কিছু বলতে রাজি হননি তৈমুর আলম খন্দকার।

 তবে দলের একটি সূত্র বলছে, আগামী নির্বাচনকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক।

এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে দলটি। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলমান থাকবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *