‘পাখওয়াজ ওস্তাদ’ হিসাবে পরিচিত পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন

‘পাখওয়াজ ওস্তাদ’ হিসাবে পরিচিত পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন

বিনোদন ডেস্ক: ‘পাখওয়াজ ওস্তাদ’ হিসাবে পরিচিত পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন। ৩০ ডিসেম্বর শনিবার মারা যান এই সংগীতজ্ঞ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে তাঁর শেষকৃত্য ৩১ ডিসেম্বর দুপুরে বোরিভালিতে অনুষ্ঠিত হবে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই শ্বাসের সমস্যা হচ্ছিল। ওইদিনই ভর্তি করা হয় হাসপাতালে তাকে।

শুরু হয় চিকিৎসাও। তবে ধীরে ধীরে কিডনি-সহ শরীরের একেধিক অঙ্গপ্রতঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এরপর পণ্ডিত ভবানী শঙ্কর রাখা হয়েছিল ভেন্টিলেটরেও। শনিবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন।

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই সুরের মাঝে বড় হয়ে ওঠা। মাত্র আট বছর বয়স থেকে তালিম নেওয়া শুরু তবলা আর পাখওয়াজে। তাঁর বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী। পণ্ডিত ভবানী শঙ্করের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে।

রবিবার ৩১ ডিসেম্বর ভবানী শঙ্করের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। এই সময়ের মধ্যে ভবানী শঙ্করের মরদেহ তাঁর বাড়িতে রাখা হবে। যেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন সংগীত জগতের সব তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *