নালিতাবাড়ীর বাতকুচি বেকিকুড়া ঈদগাহ মাঠের ইমামকে বিদায় সংবর্ধনা

নালিতাবাড়ীর বাতকুচি বেকিকুড়া ঈদগাহ মাঠের ইমামকে বিদায় সংবর্ধনা

নালিতাবাড়ী সংবাদদাতা: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী বাতকুচি বেকিকুড়া ঈদগাহ মাঠের ইমাম কাজি মাওঃ আঃ রহমান জাওহারী দীর্ঘ ২২বছর ইমামতি করার পর বার্ধক্য জনিত কারনে স্বেচ্ছায় অবসর নিলে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

২৯ জুন বৃহস্পতিবার উপজেলার বাতকুচি বেকিকুড়া মাঠে ঈদুল আযহার নামাজ পূর্ব ঈদগাহ মাঠে অবসর গ্রহণকরা ইমাম কাজি, মাওঃ আঃ রহমান জাওহারীকে মাঠ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা, হাদিয়া ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় ঈদগাহ মাঠের সভাপতি মোঃ দরবেশ আলী মন্ডল, সহ সম্পাদক রইচ উদ্দিন, কোষাধ্যক্ষ মাওঃ জহুরুল ইসলাম, পোড়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ খালেকসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

বাতকুচি বেকিকুড়া ঈদগাহ মাঠে এখন থেকে ইমামের দায়িত্ব পালন করবেন সাবেক ইমাম আলহাজ্ব কাজী মাওঃ আব্দুর রহমান জাওহারীর ছেলে জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন। নবাগত ইমাম এলাকার সর্বস্তরের মুসুল্লীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সাবেক ইমামের ছোট ছেলে শিক্ষক মাওঃ ফখরুল ইসলাম বলেন ২২ বছর ধরে অত্র ঈদগাহ মাঠে সুনামের সাথে ইমামতির পর বয়সের কারনে বাবা অবসর গ্রহণ করেন। আমার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *