নালিতাবাড়ীতে শিক্ষার্থীরা মেতেছে বসন্ত বরণে

নালিতাবাড়ীতে শিক্ষার্থীরা মেতেছে বসন্ত বরণে

শাহাদত তালুকদার: ঋতুরাজ বসন্তকে বরণ করলো নালিতাবাড়ীর শিক্ষার্থী । পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্ত বরণ।
এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সেঁজুতি বিদ্যানিকেতন স্কুলে সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেন শিক্ষার্থীরা। বরণ করতে বিভিন্ন সাজে সেজে দলে দলে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের সাথে অভিভাবক,শিক্ষক,সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
প্রকৃতির সাজে বিভিন্ন কাঁচা ফুলের রুপ নিয়ে মেয়েদের সৌন্দর্য তাকিয়ে ছিলো বিদ্যালয়ের ক্যাম্পাস।
 সকলের উপস্থিতিতে ১৩ ফেব্রুয়ারি(মঙ্গলবার) সকাল দশটায় একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সকল অভিভাবকের উপস্থিতিতে বসন্ত বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাহম্মদুল হাসান লিটন ও একুশে দ্যুতি, চন্দ্রিকা দ্যুতির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,সাংবাদিক সামিদুল ইসলাম তালুকদার,নালিতাবাড়ী উপজেলা যুবলীগের নেতা হাফিজুল ইসলাম জুয়েল,ইসমাইল হোসেন সিরাজী,মুসা প্রমুখ।
বসন্ত বরণ নিয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন ‘ফাগুন মানেই পলাশ, শিমুল, দখিনা হাওয়া, ফাগুন মানেই হৃদয় রঙিন, ফাগুন মানেই কোকিলের কুহুতান। তাই, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *