নকলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মিলনের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন||সত্যবয়ান

নকলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মিলনের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিজয় টিভি ও দৈনিক ভোরের দর্পণের শেরপুরের নকলা উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডলের উপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিরুজ্জামান মিলন কর্তৃক বর্বোরচিত হামলার প্রতিবাদে মিলনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনসহ গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্ধ ও সচেতন নাগরিক সমাজ আয়োজিত পুরাতন হলচত্বর মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, শাহ ফুয়াদ হোসেন, শাহাজাদা স্বপন, শফিউজ্জামান রানা, নির্ভীক, সাদেকুর রহমান বাবু, এমএম ফিরোজ, ব্যবসায়ী মিন্টু, আহত সাংবাদিক ইউসুফ আলী মন্ডলের স্ত্রী তাহমিনা আক্তার পাখিসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিক, স্বেচ্ছাসেবি সংগঠন, সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী, ছাত্রলীগের নেতৃবৃন্ধসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। বক্তরা দ্রুততম সময়ের মধ্যে মিলনকে গ্রেফতারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট আহবান করেন।

উল্লেখ্য, গত রোববার সকালে স্থানীয় কয়েকজন এলাকাবাসী ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ দেন। রোববার বেলা তিনটার দিকে এ ব্যাপারে ও বন্যার্তদের ত্রানের তথ্য নেওয়ার জন্য সাংবাদিক ইউসুফ আলী ইউএনও’র কার্যালয়ে যান এবং অভিযোগের বিষয়ে মনিরুজ্জামান মিলনের বক্তব্য জানতে চান। এ সময় মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে প্রথমে তাঁকে গালিগালাজ করেন। পরে সাংবাদিক ইউসুফের ওপর চড়াও হয়ে তাঁকে কিলঘুষি ও মারধর করেন। এতে ইউসুফ বুকে ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় সাংবাদিকরা ইউসুফ আলী মণ্ডলকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *