নকলায় বঙ্গমাতা-এঁর জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও প্রণোদনা বিতরণ-সত্যবয়ান

নকলায় বঙ্গমাতা-এঁর জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও প্রণোদনা বিতরণ-সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধি:সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর সাথে ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার, আলোচনা সভা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও সোনালী ব্যাংকের উদ্যোগে প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিরা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়।উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপজেলা যুবউন্নয় কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, সদস্য ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, উপজেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার সাইমুন শাহানাজ, নকলা থানার এসআই রাজীব ভৌমিক, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৭ নারী প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও সোনালী ব্যাংকের উদ্যোগে ১০ নারী-পুরুষের মাঝে প্রণোদনার চেক তুলেদেন অতিথিবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *