নকলায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ-সত্যবয়ান

নকলায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ-সত্যবয়ান

নকলা(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের নকলায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১১শ কৃষককে জনপ্রতি ১কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *