অভিমানী প্রলাপ||আজাদ সরকার

অভিমানী প্রলাপ||আজাদ সরকার

দীর্ঘ দিন পর তোমার ফোন পেয়ে
মনটা ভরে উঠলো আনন্দে উল্লাসে
সন্তানের বাবা হওয়ার মতো।

কিন্তু যখন তুমি জানতে চাইলে
বন্ধুবরেষু রোদের কথা,বৃষ্টির কথা
অপকথায় তিরস্কার করলে
ঠিক তখনি অভিন্ন হৃদয়ে বিদ্যুৎ চমকালো
জানতে চাইলেনা কেমন আছি?

শুধু একতরফা ভালোবাসাই শিখেছো দেখছি?
বুঝনি ভালোবাসার মানে,বন্ধুত্ব, মানবপ্রেম।

তোমাকে ভালোবাসি বলেই তোমার দু:সাহসিক কথা মন থেকে ঝেড়ে ফেলি এক পশলা বৃষ্টির মতো।
একবার কি ভেবেছ ভালোবাসা কী?
শুধু শিখছো প্রশ্নসঙ্কুল প্রলাপ অবুঝ শিশুর মতো
সন্দেহ আর ভালোবাসাহীন কথা
একটা কথা মনে রেখো,
বন্ধুত্ব আর ভালোবাসা এক নয়
এমন চাওয়া যদি তোমার হয়,ভালোবাসা হবে বিচুর্ণ

তাই বলছি আবেগ আর মন কে সামলে আনো
বুঝতে শিখো ভালোবাসা কী?,বন্ধুত্ব কী? মানবতা কী ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *