ঝিনাইগাতীতে কৃষি যান্ত্রিকরণ প্রদানের শুভ উদ্বোধন-সত্যবয়ান

ঝিনাইগাতীতে কৃষি যান্ত্রিকরণ প্রদানের শুভ উদ্বোধন-সত্যবয়ান

ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা( ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৭ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃষক মো. মোফাজ্জল হোসেনের কাছে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের একটি ধান কাটা ও মাড়াই মেশিনের চাবি হস্তান্তর করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে কম্বাইন্ড হারভেস্টারের জন্য ৫ ব্যক্তি আবেদন করেন। এদের মধ্যে ৩ ব্যক্তিকে এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হবে। এ মেশিনটির মোট মুল্যের অর্ধেক পরিশোধ করবে কৃষক আর অর্ধেক বহন করবে সরকারের কৃষি বিভাগ।

এবছর ঝিনাইগাতী উপজেলা রিপেয়ার- ৩টির মধ্যে ৩ টি, ড্রায়ার- ২ টির মধ্যে ১টি, পাউয়ার থ্রেসার ৩৪ টির মধ্যে ২টি মেশিন কৃষকদের আবেদনের প্রেক্ষিতে বরাদ্দ এসেছে।

স্থানীয় কৃষকরা জানান, ভর্তুকির মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ পাওয়ায় এ উপজেলার কৃষকরা অনেকাংশে উপকৃত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *