ত্রিশালে রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন করলেন এমপি মাদানী-সত্যবয়ান

ত্রিশালে রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন করলেন এমপি মাদানী-সত্যবয়ান

আবু তোরাব,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ত্রিশালে সদর ইউনিয়নে ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কাঁচা রাস্তা পাঁকাকরন কাজের উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ত্রিশাল ইউনিয়নের পাচপাড়া, চিকনা ভায়া তয়কা মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি।

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশজুরে ব্রীজ,কালভাট,রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন চলছে। সারাদেশে ন্যায় ত্রিশালেও বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন কর্মকান্ড চলছে। এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, উন্নয়নের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী, গ্রাম হবে শহর এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, ত্রিশাল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসাইন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোকছেদুল আমীন, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা শ্রমীক লীগের আহবায়ক শেখ আনোয়ার হোসেন মজনু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *