ঝিনাইগাতীতে প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা,মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল-সত্যবয়ান

ঝিনাইগাতীতে প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা,মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল-সত্যবয়ান

ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর দোষররা মুক্তিযোদ্ধা ও তার স্বপক্ষের লোকজনকে
নির্মম ভাবে নির্যাতনের পর হত্যা করে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বধ্যভুমিতে মাটিচাপা দিয়ে রাখে। দেশ স্বাধীনের পর প্রতি বছর ১৫ ডিসেম্বর দেশ স্বাধীকার আন্দোলনে এসব শহীদদের সম্মানে ফুলেল শ্রদ্ধা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা এম সুরুজজ্জামান আকন্দ, সামছুল আলম, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় সহ সরকারী কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *