জামালপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-সত্যবয়ান

জামালপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-সত্যবয়ান

জামালপুর জেলা প্রতিনিধি||জামালপুরে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ জামালপুর শহরের আমলাপাড়াস্থ মির্জা আজম অডিটোরিয়ামে ১ নভেম্বর সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন, জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম।

মতবিনিময় সভায় আগামী ১১নভেম্বর আসন্ন জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বদরুল হাসান বিদ্যুৎ,

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল_ইসলাম_খান_সোহেল ।

সাধারণ সদস্য পদপ্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান কিনু, সংরক্ষিত মহিলা আসন পদপ্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তুলশীরচর ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা আসন পদপ্রার্থী রত্না বেগম।
বক্তাগণ আগামী ১১নভেম্বর ২০২১ইং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস ও সহযোগিতার ঘোষণা দেন। এদিকে এই অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালনের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে তা মেনে চলার নির্দেশনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *