করোনার পূর্ণ ডোজ টিকা নিলেও হতে পারে ডেলটার সংক্রমণ: গবেষণা জরিপ-সত্যবয়ান

করোনার পূর্ণ ডোজ টিকা নিলেও হতে পারে ডেলটার সংক্রমণ: গবেষণা জরিপ-সত্যবয়ান

সত্যবয়ান ডেস্ক||করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ ঠেকাতে পূর্ণ ডোজ টিকাই যথেষ্ট নয়, পাশাপাশি প্রয়োজন নানা সতর্কতামূলক বিধিনিষেধ মেনে চলা। ভারতের দিল্লির দুটি হাসপাতালে চালানো এক গবেষণা জরিপে উঠে এসেছে এমন তথ্য। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ইন্ডিয়ান সার্স-কোভ-২ কনসোর্টিয়াম অন জেনোমিকস (আইএনএসিওজি) গবেষণা জরিপটি চালিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা অনেকাংশে কম হয়। তবে এরপরও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। এমনকি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকা লোকজনের মধ্যেও করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।

গবেষকেরা বলছেন, করোনা টিকার দুটি ডোজ নেওয়া লোকজন থেকেও ভাইরাসটি ছড়ানোর বড় সম্ভাবনা আছে বলে দেখা গেছে। করোনা ছড়াতে পারে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যেও। তাই দেশের বাসিন্দাদের একটি বড় অংশের টিকা নেওয়া থাকলেও পাশাপাশি সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের ওপর জোর দিতে হবে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতে এখন পর্যন্ত মোট ১১৮ কোটি ৪৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৭৬ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।

এদিকে করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, করোনা শনাক্তের পর ভারতে ৩ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৫৮৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *