ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ব্যাট ভাঙেন গেইল

ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ব্যাট ভাঙেন গেইল

ক্রীড়া ডেস্ক:  কে বলবে বয়স ৪৪ ছাড়িয়েছে? নিজেকে ‘ইউনিভার্স বস’ দাবি করা ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। এখন খেলছেন লিজেন্ডস লিগ ক্রিকেটে। সেখানে গতকাল আরো একবার মনে করালেন, ফুরিয়ে যাননি তিনি। মরিচা ধরতে দেননি তার ব্যাটে।

বুধবার (২২ নভেম্বর) গুজরাট জায়ান্টসের হয়ে ভিলওয়ারা কিংসের বিপক্ষে ইনিংস শুরু করতে নামেন গেইল। ইনিংসের ষষ্ঠ ওভারে রায়ান সাইডবটমকে টানা দুটি ছক্কা ও তিনটি চার মারেন ক্যারিবীয় ব্যাটিং দানব। ওই ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ব্যাট ভাঙেন গেইল।

ইংল্যান্ডের সাবেক পেসার সাইডবটমের বলটি এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারেন, বলের সঙ্গে ব্যাটের সংযোগ হওয়ার পরপরই হাতল থেকে ভেঙে যায় ব্যাট।

ততক্ষণে অবশ্য বল পার হয়ে যায় বাউন্ডারির সীমানা। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।২৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৯২.৫৯।

ইনিংসে ৮টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কাও। নাটকীয় ম্যাচে ৩ রানে জয় পায় গেইলদের গুজরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *