এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী : আরএফইডি

এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী : আরএফইডি

বিশেষ প্রতিনিধিঃপ্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তা এবং মামলা দেয়ায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে আরএফইডির সভাপতি সোমা ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী জেবেল বলেন, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করছে। সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে হেনস্তা ও পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষুব্ধ ও বিস্মিত।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও রোজিনা ইসলামের মুক্তির দাবি জানায় আরএফইডি।

আরএফইডি বলে, রোজিনা ইসলামসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সব সময় তারা পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *