আরো ৫৪ লাখ টিকা আসছে-সত্যবয়ান

আরো ৫৪ লাখ টিকা আসছে-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক:আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

তিনি জানান, এই ৫৪ টিকা লাখ টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে। এরমধ্যে কোভ্যাক্স থেকে ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

মন্ত্রী বলেন, চলমান যে টিকা কার্যক্রম চলছে, টিকাগুলো আসার পর সেটা বজায় রাখা যাবে।

এছাড়া চীন থেকে আরো ৬ কোটি টিকা কেনার ব্যাপারে প্রধানমন্ত্রী সায় দিয়েছেন বলে জানান জাহিদ মালেক। তিনি বলেন, এ ব্যাপারে চীন সরকারও অনুমোদন দিয়েছে। একনেক থেকে অনুমোদন পেলে চুক্তি হবে। চুক্তি হওয়ার পর ৬ কোটি থেকে সেপ্টেম্বরে আসবে ১ কোটি ৫ লাখ, অক্টোবরে আসবে ২ কোটি ও নভেম্বরে আসবে আরো ২ কোটি টিকা।

দেশে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এর মধ্যে টিকার সংকট হবে না। গ্রামাঞ্চলের বয়স্ক ব্যক্তিরা টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। দেশে বয়স্কদের মৃত্যুর হার ৯০ শতাংশ। তাই তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *