এইতো পরিক্ষার ফলটি বেরুলে
হবে ছেলে মানুষের মতো মানুষ।
করবে রোজগার,পাঠাবে টাকা,
ঘুজবে বাবার যতো কষ্ট।
তা আর হলো কৈই…?
সর্বনাশা করোনা মহামারি
দিলো সব করে লন্ডভন্ড।
বাবার স্বপ্ন এখন কুড়ে ঘরে ক্ষয় হয়,
নষ্ট হচ্ছে যুব সমাজ।
কেওবা নেশার জগতের বাদশা হয়েছে,
হয়েছে কেওবা ফ্রি ফায়ারের মাঠের যৌদ্ধা।
হাইরে সমামাজ হাইরে জাতি
সব কোথায় হারালি…?
তবুও মরেনি কুসংস্কার।