ঈদ এলো এলো ঈদ
ছেলেপুলোর নাই নিদ।
এটা চাই ওটা চাই
বাবাদের ঘুম নাই।
করোনাকে মানি না
জামা ছাড়া বুঝি না।
যাবো ঈদ মার্কেটে
টাকা নাও পকেটে।
কিনবো যে জামা-জুতা
মানবো না কোন ছুতা।
বাবা বলে, থাম বাবা
করোনায় দিবে থাবা।
পকেটও যে শূন্য
ভাবি কিছু অন্য।
এবারের ঈদ হবে
ঘরে বসে নিরবে।
তাই আমি বলি কী
কেনা কাটায় হবে কি?
এবারের ঈদ টা
হয়ে যাক সাদামাটা।
আগামিতে করোনা
নিশ্চয় থাকবে না।
তখন ঈদ উৎসবে
আনন্দ বেশ হবে।