নকলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত -সত্যবয়ান

নকলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত -সত্যবয়ান

রেজাউল হাসান সাফিত||আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে নকলা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২রা অক্টোবর শনিবার সকাল ১১টায় নকলা থানা প্রাঙ্গণে নকলা উপজেলায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নকলা থানা পুলিশ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন,নকলা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নকলা থানা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিটি পুজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নকলা উপজেলা মোট ১৮ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালন করা হবে। এ উপলক্ষে
পূজা মন্ডপে কোন প্রকার ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ রোধে সারা দেশে র ন্যায় নকলা উপজেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

আজকের এই পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসকান্দর হাবিবুর রহমান,নকলা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিত কুমার সুভাষ, নকলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর,নকলা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক (অভি), নকলা পৌরসভা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সূত্রধর সহ প্রতিটি ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *