৬ ডিসেম্বর ৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা শুরু-সত্যবয়ান

৬ ডিসেম্বর ৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা শুরু-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক ||৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। আগামী সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। রাজধানীর একাধিক কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো— ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, শের-ই-বাংলা নগর, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *