নাতির কোলে তালে বেগম-সত্যবয়ান

নাতির কোলে তালে বেগম-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে নাতির কোলে চড়ে ভোট দিতে আসেন বৃদ্ধা তালে বেগম (৮০)।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলার খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতির কোলে চরে তিনি ভোট দিতে আসেন। নাতির নাম ফারুক মিয়া। তাদের বাড়ি খুনুয়া গ্রামে।

তিনি বলেন, ‘আমি একলা চলতে পারিনা, অসুখে বেসুখে শরীরডা শেষ। সংসারে পোলার বউরা, নাতির বউরা সব কাজ করে। মেলাদিন পর ভোটাভুটি হয়তাছে, তাই ভোট দিতে আইছি। নাতি ছ্যাড়ার কোলে চইড়া আইছি।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় স্থগিত সাত কেন্দ্রের পূণরায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ ৩০ নভেম্বর সকাল আটটা থেকে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

কেন্দ্রগুলো হচ্ছে কামারেরচর ইউনিয়নের ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া ইউনিয়নের গনইবড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ও মহিলা, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *