৬ষ্ঠ বর্ষে ‍দৈনিক সকালের সময়||সত্যবয়ান

৬ষ্ঠ বর্ষে ‍দৈনিক সকালের সময়||সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক দৈনিক সকালের সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ ‍উদযাপিত হবে। রাজধানীর হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে দিনব্যাপী ‍এ অনুষ্ঠান শুরু হবে।

দৈনিক সকালের সময়ের ‍এই ‍আনন্দঘন ‍আয়োজন দুই পর্বে ‍উদযাপিত হবে। প্রথম পর্ব সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত ‍‍এবং দ্বিতীয় পর্ব বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক সকালের সময়ের সম্পাদক মো. নূর হাকিম।

প্রথম পর্বে ‍প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ‍এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ‍এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব ‍আলী ‍এবং ‍আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সমদ্য মো. ‍আব্দুর রহমান অনুষ্ঠানে ‍উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী ‍উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ‍ইসলাম। ‍এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক মন্ত্রী ও ‍আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ‍এমপি, সাবেক মন্ত্রী মুজিবুল হক মুজিব ‍এমপি, সাবেক ‍উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ‍এমপি, সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ‍এমপি ‍এবং ‍আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনা অনুষ্ঠানে ‍উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

এছাড়া কবি, সাহিত্যিক, লেখক, শিল্পীসহ প্রতিথযশা ব্যক্তিবর্গ অনুষ্ঠানে ‍উপস্থিত থাকবেন।

দৈনিক সকালের সময়ের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ ‍উপলক্ষে পত্রিকার সম্পাদক মো. নূর হাকিম পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ‍এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *