সিরাজদিখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের উঠান বৈঠক

সিরাজদিখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের উঠান বৈঠক

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সিগঞ্জের সিরাজদিখানে চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩জুন বিকাল ৫টায় উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া দেওয়ান মার্কেট থানা পুলিশের আয়োজনে বালুচর ৭নং বিট পুলিশিং অফিসার মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে পুলিশ উপপরিদর্শক সেকেন্দার আলীর সঞ্চালনায় এই পুলিশি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ-সময় প্রধান অতিথি পুলিশ পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন সিরাজদিখান থানার পুলিশ উপপরিদর্শক মো: শাহিন আহম্মেদ নয়ন
এ-সময় উপস্থিত নারী পুরুষ তাদের বক্তব্যে এলাকার শান্তির লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম,বালুচর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফেরদৌস,সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ১নং ওয়ার্ড মেম্বার মোতালেব, সুন্দর আলী মাদবর,৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো: ফয়সাল, সহসভাপতি সোহেল আহমেদ, বালুচর ইউনিয়ন কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তাফাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ও নারী পুরুষ।

উল্লেখ্য ইতিপূর্বে বালুচর ইউনিয়নের চরাঞ্চলে বিবদমান টেঁটা বল্লম যুদ্ধ নিরসনে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সিরাজদিখান থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *