সারা দেশে কৃষি নির্ভর অর্থনীতি আগের মতো নেই— বেগম মতিয়া চৌধুরী-সত্যবয়ান

সারা দেশে কৃষি নির্ভর অর্থনীতি আগের মতো নেই— বেগম মতিয়া চৌধুরী-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||সারা দেশে কৃষি নির্ভর অর্থনীতি আগের মতো আর নেই। মানুষ ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা, জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ চাঁদে বাড়ি বানাতে যাচ্ছে। বাংলাদেশ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। তাই আমরা ছোট দেশ হলেও বড় বড় দেশ যা করে আমরা তাদের চেয়ে পিছিয়ে নেই। শেখ হাসিনার সরকার আছে বলেই এসব কিছু করা সম্ভব হয়েছে। নন্নী ইউনিয়নের ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণকালে ৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বেগম মতিয়া চৌধুরী ।
নালিতাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৬ জানুয়ারি বৃহস্পতিবার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।
বেগম মতিয়া চৌধুরী এমপি তাঁর ব্যক্তিগত তহবিল হতে এসব শীতবস্ত্র বিতরণ করেছেন। প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার এবতেদায়ী শাখার দ্বিতীয় শ্রেণির টপ টেন মেধাবী শিক্ষার্থী, ইমাম, মোয়াজ্জিন, সেবায়েত ও পুরোহিতদের মাঝে ওইসব শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক, কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি মোশারফ হোসেন, ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান ডাক্তার বিল্লাল হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *